
নিজস্ব সংবাদদাতা, হুগলি, ১০ ফেব্রুয়ারি, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তৃণমূলের মহিলা কাউন্সিলর।পুলিশ জানিয়েছে মৃতের নাম রমা নাথ (বয়স ৪৮)।তিনি শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন।
জানা গিয়েছে, এ দিন ২ নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন রমা।সোমবার বেলা বারোটা নাগাদ শ্রীরামপুর ডাউন ২ নম্বর প্লার্টফমে ঘটে এই দুর্ঘটনাটি।ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দিলে তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে জি আর পি দেহ উদ্ধার করে নিয়ে যায়।তবে কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনও জানা যায়নি।



















