ভাইরাল -ঠান্ডা পানীয় নিয়ে ট্রেনে ওঠেন এক তরুণী। হঠাৎ হাতে থাকা কাপটি উল্টে গিয়ে পানীয়টি ট্রেনের মেঝেতে পড়ে যায়। জায়গাটি নোংরা হয়ে যাওয়ায় আফসোস হয় তরুণীর। কোনও বিকল্প না দেখে তিনি গলায় জড়ানো স্কার্ফ দিয়েই মেঝে মুছতে শুরু করেন। ট্রেনে থাকা এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় কর্তৃপক্ষও নজর দেন। নাগরিক হিসেবে তরুণীর এই দায়িত্বশীল আচরণে প্রশংসা করেন কর্তৃপক্ষ এবং পুরস্কারও দেওয়া হয়।
ইনস্টাগ্রামে ‘ফিনিক্সটিভি_নিউজ়’ নামের একটি অ্যাকাউন্টে ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োয় দেখা যায়, তরুণী ট্রেনের আসনে নিজের জিনিসপত্র রেখে পা মুড়ে বসে মেঝে পরিষ্কার করছেন। মেঝেতে পড়া পানীয়ের কিছু অংশ প্রথমে কাগজের টিস্যু দিয়ে মুছে দেন। টিস্যু শেষ হয়ে গেলে তিনি গলায় জড়ানো স্কার্ফ ব্যবহার করেন। ট্রেনের এক যাত্রীর ক্যামেরা বন্দি হওয়া এই দৃশ্য দ্রুত ভাইরাল হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনা ঘটেছে চিনের জিয়াংশু এলাকায় গত বৃহস্পতিবার। কর্তৃপক্ষ তরুণীর দায়িত্বশীল ও উদার আচরণে মুগ্ধ হয়ে তাঁকে একটি স্কার্ফ দিয়ে পুরস্কৃত করেছেন। তরুণীর এই উদাহরণ অনেকে অনুপ্রাণিত করেছে।




















