ট্রেন চালকের তৎপরতায় বাঁচলো বুনো হাতির দল

ট্রেন চালকের তৎপরতায় বাঁচলো বুনো হাতির দল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ট্রেন চালকের তৎপরতায় বাঁচলো বুনো হাতির দল। বুধবার বিকেলে নাগরাকাটার জলঢাকা নদীর পাশে ওয়াচ-টাওয়ার এর কাছে রেললাইনের উপর উঠে আসে বুনো হাতির একটি দল। এই হাতির দলটিকে রেল লাইনের ওপর দেখেই সতর্ক হয়ে জান ট্রেন চালক তিনি জলঢাকা রেলসেতুর কাছে ট্রেনটিকে দার করিয়ে দেন । যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বুনো হাতির দলটি।

 

এদিন সারে চারটা নাগাদ পিলার নম্বর ৭২/৩ ও ৭২/২ নম্বরের কাছে হস্তিশাবক সহ বুনো হাতির একটি পাল রেললাইনের উপর উঠে পড়ে।হস্তিশাবক গুলো রীতিমতো খেলাধুলা শুরু করে দেয়। এভাবেই আধঘন্টা হাতির দলটি দাড়িয়ে থাকার পর ফের জঙ্গলে ঢুকে যায়। রেল চলাচলও স্বাভাবিক হয়। প্রসঙ্গত এর আগে এই এলাকাতেই একটি দূরপাল্লার ট্রেনের ধাক্কায় ৮ টি হাতি মারা গিয়েছিল।

আরও পড়ুন – পঞ্চায়েতের প্রাক্তন ঠিকাদারের নামে আইসিডিএসের টিউবওয়েল চুরির অভিযোগে লিফলেট লাগানোকে ঘিরে তীব্র চাঞ্চল্য!

উল্লেখ্য, ট্রেন চালকের তৎপরতায় বাঁচলো বুনো হাতির দল। বুধবার বিকেলে নাগরাকাটার জলঢাকা নদীর পাশে ওয়াচ-টাওয়ার এর কাছে রেললাইনের উপর উঠে আসে বুনো হাতির একটি দল। এই হাতির দলটিকে রেল লাইনের ওপর দেখেই সতর্ক হয়ে জান ট্রেন চালক তিনি জলঢাকা রেলসেতুর কাছে ট্রেনটিকে দার করিয়ে দেন । যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বুনো হাতির দলটি।

 

এদিন সারে চারটা নাগাদ পিলার নম্বর ৭২/৩ ও ৭২/২ নম্বরের কাছে হস্তিশাবক সহ বুনো হাতির একটি পাল রেললাইনের উপর উঠে পড়ে।হস্তিশাবক গুলো রীতিমতো খেলাধুলা শুরু করে দেয়। এভাবেই আধঘন্টা হাতির দলটি দাড়িয়ে থাকার পর ফের জঙ্গলে ঢুকে যায়। রেল চলাচলও স্বাভাবিক হয়। প্রসঙ্গত এর আগে এই এলাকাতেই একটি দূরপাল্লার ট্রেনের ধাক্কায় ৮ টি হাতি মারা গিয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top