মালদা – শনিবার গোপন সূত্রে খবরে পেয়ে মালদা জিয়ার পি থানার পুলিশ ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানোর সময় পেন্ট্রি কোচ থেকে ৬৪ বোতল ইংলিশ মদ উদ্ধার করেন। এবং সেই কোচের ম্যানেজারকে আটক করে মালদা জিআরপি থানা পুলিশ।যেখানে ট্রেনের মধ্যে নেশা এবং মাদকদ্রব্য বিক্রয় এবং খাওয়া নিষেধ । তারপরেও কি করে পেন্টি কারে এত মদের বোতল নিয়ে যাওয়া হচ্ছিল প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রীদের মধ্যে। সেই পেন্টিকারে দায়িত্বে থাকা ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মালদার জিআরপি থানার পুলিশ। রবিবার ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতে তোলা হবে জানা যায়।
