নিজেস্ব সংবাদদাতা, বীরভূম, ১৮ মার্চ, করোনার জন্য সচেতন বার্তা প্রেরণ করা হল বীরভূমের বিভিন্ন স্টেশনে। ভিন রাজ্য থেকে দূরপাল্লার ট্রেন গুলি থেকে নেমে আসা যাত্রীদের প্রথমে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চেকআপের জন্য।
আজ সিউড়িতে চেন্নাই গৌহাটি এক্সপ্রেস সিউড়ি স্টেশনে এলে সেখান থেকে নামা সমস্ত যাত্রীদের নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। সিউড়ি থানার অন্তর্গত ধোলটিকুড়ি গ্রামের গোল পাড়ার বাসিন্দা সেখ আমির সোহেল ২৫ দিন আগে চেন্নাই গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজে। সেখানেই কিছুদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছেন তিনি।তাঁর বাড়ির লোক সিউড়ি স্টেশনে তাঁকে নিতে এলে তাঁদের জানানো হয়, আমিরকে অন্ডাল স্টেশনে নামিয়ে সেখানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।