মেদিনীপুর-সাত সকালে বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চন্দ্রকোনা রোডে কয়লা বোঝাই মালগাড়ি। আজ সকাল আটটা নাগাদ একটি কয়লা বোঝায় মালগাড়ি চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল ।
চন্দ্রকোনা রোড স্টেশন বেরোনোর পরেই ওই মাল গাড়িটির বগি খুলে রয়ে যায় ইঞ্জিন সামনের দিকে চলে যায়। পাঁচটি বগি নিয়ে ইঞ্জিনটি অনেক দূর চলে যাবার পর যখন চালক জানতে পারেন ততক্ষণে ইঞ্জিন পাঁচটি বগিসহ অনেক দূরে চলে গিয়েছে। তড়িঘড়ি রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, এবং বগি গুলোকে ইঞ্জিনের সঙ্গে যোগ করে তারপর গাড়ি থেকে আবার ছাড়া হয়।
ইতিমধ্যেই দূরপাল্লার এবং লোকাল বহু ট্রেন আটকে পড়ে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ২২টি বগি পিছনে ফেলে পাঁচটি বগি নিয়ে ইঞ্জিন আগের দিকে চলে যায় এই কারণে দীর্ঘক্ষন যাত্রীবাহী ট্রেনগুলি দেরিতে চলছে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে।
তবে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন এটা বলাই বাহুল্য। রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলো এখনো পর্যন্ত তারা কোনরকম উত্তর দিতে সম্মত হয়নি।
