বিনোদন – অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। নিজের মত প্রকাশে কখনও দ্বিধা বোধ করেন না তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু বোল্ড ছবি শেয়ার করার পর ফের ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। তবে আগের মতোই কটাক্ষের জবাব দিয়েছেন তিনি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।
স্বস্তিকা ইনস্টাগ্রামে টিউব টপ ও জিন্স পরা কয়েকটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লিখেন, “আমি ৪৪ বছর বয়সেও ভীষণ হট। জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে, বলবে এই বুড়ি বয়সেও লজ্জা হল না। আরে মশাই, যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে।” ক্যাপশনে তিনি আরও যোগ করেন, ফেসবুকে যারা অন্যের পোশাক ও শরীর নিয়ে সমালোচনা করে, তাদের জন্য লজ্জা পেতে তিনি রাজি নন।
স্বস্তিকার শেয়ার করা ছবিতে তাঁর বক্ষ বিভাজিকা স্পষ্ট থাকায় নেটিজেনদের একাংশ কটাক্ষে সরব হন। তবে অভিনেত্রী সেই সমালোচনাকে গুরুত্ব না দিয়ে জানান, এই ধরনের ট্রোল তাঁর কাছে “এন্টারটেনমেন্ট” এবং “কাজের চাপ কমানোর উপায়”। তিনি মজার ছলেই লেখেন, “ফেসবুকের পুলিশ কাকু-কাকিমাদের যদি বলি জুসে মনোযোগ দিতে, উঁহু, করবে না। ফোকাস থাকবে অনলি অন ফেস অ্যান্ড বুক।”
পোস্টে অভিনেত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে তাঁর গোলগাল মুখের চেহারায় পরিবর্তন এসেছে। ডায়েট, নিয়মিত পরিশ্রম এবং জুস ডিটক্সের মাধ্যমে তিনি নিজের ফিটনেস ধরে রাখছেন। বোল্ড ছবি নিয়ে সমালোচনা চললেও, নিজের জীবন নিজের শর্তে বাঁচার সিদ্ধান্তে অটল স্বস্তিকা আবারও প্রমাণ করলেন যে ট্রোলিং তাঁর আত্মবিশ্বাসকে একেবারেই নাড়াতে পারে না।
