বিনোদন – সদ্য একটি অনুষ্ঠানে আসতেই চূড়ান্ত ট্রোলড হয়েছিলেন তিনি। কারণ ছিল তাঁর মুখের বদল। বাঙালি কন্যা তথা নাগিন খ্যান মৌনী রায়কে নিয়ে সেই চর্চা আর থামতেই চাইছিল না। তার কারণ হল তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন, আর যার কারণে তাঁর মুখের আদল বদলে গিয়েছিল। বড়পর্দা থেকে ছোটপর্দা, দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি। সদ্য তাঁর একটি ছবির প্রচারে এসেছিলেন তিনি। মৌনী পরেছিলেন একটি শাড়ি ও অফ শোলডার ব্লাউজ। কিন্তু নেটিজেনদের চোখ আটকে গিয়েছিল তাঁর কপালে। নেটিজেনদের ধারণা, মৌনী নাকি বোটক্স করিয়েছেন বা প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তাতে গন্ডোগোল হওয়াতেই কপালে দাগ পড়ে গিয়েছে মৌনীর। আর এবার সেই নিয়েই নিজের নীরবতা ভাঙলেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন মৌনী। এই বিষয় নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, কীভাবে তিনি এই সমস্ত বিষয়গুলি সামলান। মৌনীর মতে, তিনি এই সমস্ত বিষয়ে নজর দেন না। তিনি একেবারেই নিজের জগতে থাকেন। কেউ যদি আড়ালে থেকে ট্রোলিং করে, আঘাত করার চেষ্টা করে, তাহলে তার কথায় কান দেওয়ার প্রয়োজনবোধ করেন না মৌনী। কেউ যদি ট্রোলিং করে খুশি হন, তাহলে তিনি তা হতেই পারেন। অভিনেত্রীর তাতে কিছু আসে যায় না।
প্রসঙ্গত, বোটক্স বা প্লাস্টিক সার্জারি করার প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মৌনী। এর পরেও একাধিকবার প্রকাশ্যে এসেছেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে সেই সমস্ত ছবিও। কিন্তু সেই সব ছবিতেই সুকৌশলে নিজের কপাল ঢেকে নিয়েছেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সমস্ত ছবি। তবে মৌনী সত্যিই কপালে বোটক্স করিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
