ঠান্ডার আমেজ পড়তেই মালদহে নাটকের ডালি নিয়ে হাজির মালদা মালঞ্চ। মালদহ জেলায় ধীরে ধীরে শীতের আমেজ পড়তে শুরু করেছে। আরে এই ঠান্ডার রেশের মধ্যেই জেলার বিভিন্ন নাট্যদল গুলো নাটকের ডালি নিয়ে হাজির হয় মালদহের নাট্যপ্রেমী তথা সংস্কৃতি প্রেমী মানুষের কাছে। এবারেও তার ব্যতিক্রম নেই।
মালদহের বিখ্যাত এবং প্রতিষ্ঠিত নাট্যদল মালদা মালঞ্চর ৩০ বছর পূর্তি উপলক্ষে এবার ৩০ তম নাট্যমেলা শুরু হচ্ছে। আগামী ৭ই থেকে ১১ই নভেম্বর পাঁচ দিনব্যাপী ভিন্ন স্বাদের ৯টি নাটক নিয়ে হাজির হচ্ছে মালদহের নাট্যপ্রেমী মানুষের কাছে।
এর মধ্যে পাঁচটি পূর্ণাঙ্গ নাটক ও চারটি স্বল্পদৈর্ঘ্যের নাটক। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই নাট্য মেলা অনুষ্ঠিত হবে মালদহ কলেজ অডিটোরিয়ামে। কলকাতার দুটি দল, বারাসাত, বহরমপুর,রঘুনাথগঞ্জ, এবং মালদহের চাচোল মহকুমার একটি দল ও আয়োজক মালদা মালঞ্চ ভিন্ন স্বাদের নাটক মঞ্চস্থ করবেন। এছাড়াও মালদা মালঞ্চের পক্ষ থেকে এই নাট্যমেলাকে কেন্দ্র করে এক অভিনব পদযাত্রা “নাটকের জন্য হাঁটুন”আয়োজন করা হয়েছে রবিবার বিকেল চারটায়। এই পদযাত্রা মালদহ কলেজ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে রাজমহল রোড হয়ে পোস্ট অফিসের মোড় হয়ে আবার ঘুরে আসবে মালদহ কলেজ অডিটোরিয়ামে।
এই পদযাত্রায় উপস্থিত থাকবেন চলচ্চিত্র ও নাট্য জগতের প্রখ্যাত অভিনেতা নাইজেল আকারা, নৃত্য নাটক,সংগীত ও দৃশ্যকলা একাডেমীর সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়, বিশিষ্ট নাট্য পরিচালক সন্দীপ ভট্টাচার্য, এ ছাড়াও থাকবেন মালদহের নাট্যপ্রেমী ও সংস্কৃতি প্রেমী মানুষেরা। নাট্যোৎসব উপলক্ষে থাকবে আলোচনা সভা ও নাটকের আড্ডা।৭ই নভেম্বর এই নাট্যমেলার উদ্বোধন করবেন হৈমন্তী চট্টোপাধ্যায়। উদ্বোধনের দিন প্রথমার্ধে মালদহ মালঞ্চর ‘সকাল বেলার রোদ্দুর’নাটক মঞ্চস্থ হওয়ার মধ্য দিয়ে নাট্যমেলার উদ্বোধন হবে।
আরও পড়ুন – চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে
শেষের দিন অর্থাৎ ১১ ই নভেম্বর থাকছে পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যকার বিভাস চক্রবর্তীর নাট্যদল ‘অন্য থিয়েটারের’ সাড়া জাগানো নাটক ‘প্রথম রাজনৈতিক হত্যা। মালদা মালঞ্চর কর্ণধার পরিমল ত্রিবেদী জানান, এবারে আমাদের ৩০ তম নাট্যমেলা শুরু হচ্ছে আগামী ৭ নভেম্বর। এই নাট্য মেলায় জেলার দল ছাড়াও বাইরের ৭টি দল অংশগ্রহণ করছে। তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট নাট্যকার বিভাস চক্রবর্তীর নাট্যদল অন্য থিয়েটার। এই নাট্য মেলায় উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র এবং নাট্য জগতের বিশিষ্ট অভিনেতা নাইজেল আকারা, উদ্বোধন করবেন নৃত্য নাটক সংগীত ও দৃশ্য কলা একাডেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও থাকছে, আলোচনা সভা থিয়েটার আড্ডা সর্বোপরি এই নাট্যমেলা উপলক্ষে আগামী ৬ই নভেম্বর নাটকের জন্য হাটুন পদযাত্রা।।
পাশাপাশি তিনি বলেন থিয়েটার একটা শিল্প সমাজের কথা বলে যে কোন থিয়েটার সমাজের বাইরে নয় রাজনীতির বাইরে নয় ।রাজনীতি ও সমাজে একটা দিশা দেখায় এই নাটক এবং এক এক নাটকের মধ্য দিয়ে কিছু একটা বলতে চায় যা সমাজের মঙ্গলের কাজে লাগে আমরা চাই মালদহ থিয়েটারের প্রসার ঘটুক মানুষ আর নাটকের প্রতি আরো আকৃষ্ট হোক। তাই মালদহের সকল নাট্যপ্রেমী দর্শকদের কাছে আমাদের আবেদন আপনারা সকলে মিলে আসুন নাটক দেখুন।