নিজস্ব সংবাদদাতা, বসিরহাট,২৯ শে মে: স্বরূপনগরে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পিসেমশাই এর বিরুদ্ধে। অভিযুক্ত পিসেমশাই পলাতক ।বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার আমুদিয়া সীমান্তে গ্রামের ঘটনা ।বছর ১৩ র সপ্তম শ্রেণীর ছাত্রী বাড়ি আমুদিয়ার গ্রামে নবাবকাটি পিসেমশাই কালিদাস মন্ডলের বাড়ি চলতি মাসের ১৬ তারিখে ওই গ্রামে পিসির বাড়িতে কালী পূজার অনুষ্ঠান গিয়েছিল ছাত্রী ওখানে পিসেমশাই কালিদাসের সঙ্গে হাসি ঠাট্টা । ছাত্রীর অভিযোগ পিসেমশাই ভোর রাতে ছাদের উপরে নিয়ে যায় তার পর ঠান্ডা পানীয় জলের সঙ্গে মদ মিশিয়ে খাওয়ানো হয় ওই ছাত্রীকে কিছু সময় পর অল্প অচৈতন্য হয়ে গেলে জোর করে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রথমে ছাত্রী আত্মীয় এবং লোক লজ্জার ভয়ে কাউকে জানাতে চাই নি এমন কি ওই অভিযুক্ত নাবালিকাকে ভয় দেখায় কাউকে কিছুনা বলার জন্য বলে অভিযোগ ছাত্রীর। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে পুরো ঘটনা জানাজানি হয়েযায় ।ছাত্রীর বাবা অমরেশ বাইন ও মাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা স্বরূপনগর থানায় ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারপর থেকে পিসেমশাই কালিদাস পলাতক ।বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ছাত্রীর জবানবন্দী দেয়। এতদিন পরে অভিযোগ কেন ?এই নিয়ে সন্দেহের দানা বেঁধেছে ।১৭ ই মে মৌখিকভাবে পুলিশের কাছে গিয়ে ছাত্রী পুরো ঘটনাটা জানায় ।পরিবারের অভিযোগ তাকে ভয় দেখানো হচ্ছিল পুলিশকে কিছু না বলারজন্য। তারপর থানায় লিখিত অভিযোগ করা হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট এর বক্তব্য ছাত্রীর পরিবার থানায় যাওয়ার পরেও অভিযোগ নিতে এত দেরি হল কেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা গিয়েছে। :মদের আসরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পিসেমশাই এর বিরুদ্ধে।।
ঠান্ডা পানীয়-এর সাথে মাদক খাইয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পিসেমশাইয়ের বিরুদ্ধে
ঠান্ডা পানীয়-এর সাথে মাদক খাইয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পিসেমশাইয়ের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram