রাজ্য – পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) ঘোষণা করেছে ২০২৫ সালের ভর্তির কাউন্সেলিংয়ের সময়সূচি। বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অগস্ট থেকে শুরু হবে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া। ওই দিন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হবে।
২৮ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন, ফি জমা দিতে পারবেন এবং নিজেদের পছন্দের কলেজ ও কোর্স বেছে নিতে পারবেন। ১ সেপ্টেম্বর চয়েস লক করার শেষ দিন। এরপর ৩ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম দফার আসন বরাদ্দের ফলাফল। সেদিন থেকেই শুরু হবে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা এবং নথি যাচাইয়ের কাজ। প্রার্থীদের ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
দ্বিতীয় দফার আসন বরাদ্দের তালিকা প্রকাশিত হবে ৯ সেপ্টেম্বর। নতুন প্রার্থীদের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। একই সময়ে থাকবে আসন উইথড্রয়ালের সুযোগও।
বোর্ড জানিয়েছে, সময়সূচি এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের অবশ্যই নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কলেজের বিজ্ঞপ্তি দেখতে হবে। পাশাপাশি, প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
