ভাইরাল – অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার তাল্লারেভু এলাকায় সরকারি দায়িত্বে থাকা অবস্থায় অশ্লীল ভিডিয়ো দেখার অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে ডাক বিভাগ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা যায়—ডাক বিভাগের এক কর্মী অফিসের ডেস্কে নিশ্চিন্তে বসে মোবাইলে প্রাপ্তবয়স্কদের ভিডিয়ো দেখছেন। সামনে কম্পিউটার, চারপাশে গ্রাহক, তবুও দায়িত্বের মাঝেই এই আচরণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সময় একাধিক গ্রাহক পোস্ট অফিসে প্রয়োজনীয় পরিষেবার জন্য অপেক্ষা করছিলেন। কর্মীরা প্রযুক্তিগত সমস্যার কথা বলে কাজ বিলম্বিত হবে জানিয়েছিলেন। পরে জানা যায়, বিলম্বের আসল কারণ সংশ্লিষ্ট কর্মীর মোবাইলে অশ্লীল ভিডিয়ো দেখা। গ্রাহকদের দাবি—ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁদের, অথচ কর্মী ছিলেন নিজের অসাংবিধানিক কাজে ব্যস্ত।
ভিডিয়োটি প্রথম সমাজমাধ্যমে পোস্ট করে অন্ধ্রপ্রদেশের স্থানীয় সংবাদমাধ্যম ‘বিগটিভিতেলুগু’। তা ভাইরাল হতেই সরকারি কর্মচারীর পেশাদারিত্ব, আচরণবিধি ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিভিন্ন মহল। জনরোষ বাড়তে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। ডাক বিভাগ সূত্রে জানা গেছে—অভিযুক্ত কর্মীকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তও শুরু হয়েছে।
সরকারি পরিষেবার প্রতি নাগরিকদের আস্থা রক্ষায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া নজরদারির দাবিও উঠছে স্থানীয়দের মধ্যে।




















