সিভিক পুলিশকে বেঁধে রেখে ডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেফতার তিন । উদ্ধার গাঁজা । গত ২৯ শে ডিসেম্বরের গাইঘাটা থানার ধর্মপুর বাজারে রাত পাহারায় থাকা দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে দুটি সোনার দোকানে ডাকাতি ও একটি দোকানে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে।
সেই ঘটনার তদন্তে নেমে ঘটনার ২৫ দিনের মাথায় তিন জনকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সিদ্ধার্থ বেদ ,সন্তোষ দাস ও অভি বেদ। ধৃতরা হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা। তাদের মধ্যে সিদ্ধার্থ ও শন্তোষ চুরি, ডাকাতির পাশাপাশি গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত।
রবিবার রাতে গাইঘাটা থানার জলেশ্বর থেকে গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ। এবং অভিকে উলুবেড়িয়ে থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ২৩ কিলো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে তারা বেশ কিছু চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। সোমবার ধৃত সিদ্ধান্ত ও সন্তোষকে গাঁজাসহ বারাসত জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি অভিকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
আর ও পড়ুন বিক্রির আগে কচ্ছপ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা
উল্লেখ্য, সিভিক পুলিশকে বেধেরেখে ডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেফতার তিন । উদ্ধার গাঁজা । গত ২৯ শে ডিসেম্বরের গাইঘাটা থানার ধর্মপুর বাজারে রাত পাহারায় থাকা দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে দুটি সোনার দোকানে ডাকাতি ও একটি দোকানে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে ঘটনার ২৫ দিনের মাথায় তিন জনকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সিদ্ধার্থ বেদ ,সন্তোষ দাস ও অভি বেদ।
ধৃতরা হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা। তাদের মধ্যে সিদ্ধার্থ ও শন্তোষ চুরি, ডাকাতির পাশাপাশি গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত। রবিবার রাতে গাইঘাটা থানার জলেশ্বর থেকে গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ। এবং অভিকে উলুবেড়িয়ে থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ২৩ কিলো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে তারা বেশ কিছু চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। সোমবার ধৃত সিদ্ধান্ত ও সন্তোষকে গাঁজাসহ বারাসত জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি অভিকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।