ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ডাকাত দল। দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার বহুরু রেলগেট এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার এসওজি টিম ও জয়নগর থানার পুলিশের যৌথ উদ্যোগে সোমবার বহুরু রেলগেটের কাছে হানা দিয়ে ঘটনা স্থল থেকে মনিরুল ঢালী, হাফিজুল লস্কর, বিকি সরদার ও সাবির আহম্মেদকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছে থেকে চারটি তাজা বোমা, তিনটি বন্দুক, ১৪ রাউন্ড গুলি ও দুটি ভোজালি উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং বাজারের একটি সোনার দোকানে ডাকাতি করতে যাবে বলে বহুরু এলাকাতে ৬ ডাকাত দাড়িয়ে ছিল। সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চারজনকে গ্রেফতার করলে ও বাঁকি দুজন পালিয়ে যায়। ধৃতদের গ্রেফতার করে মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে।