নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৫ ফেব্রুয়ারি, জেলার গোবরডাঙা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীকে গ্রেফতার করল। ধৃতরা হল সুব্রত বিশ্বাস, সুভাষ নগর ও জগদীশ সরকার।
পুলিশ সূত্রে খবর গোবরডাঙ্গা যে হাসপাতাল রয়েছে সেখানেই দুজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রথমে তাদের উপর সন্দেহ হয় পুলিশের।সন্দেহের বসে তাদের আটক করা হলে জগদিশ ও সুব্রতর কাছ থেকে উদ্ধার হয় একটি লোহার রড ও গুলিভর্তি বন্দুক।অভিযুক্তদের শনিবার বারাসত আদালতে পাঠানো হবে।