
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা,১৮ ই অক্টোবর :ডাকাতির উদ্যেশে জরো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার পুলিশ। ধৃতদের নাম অলোক দাস (৩৩), প্রসেনজিৎ মজুমদার (২৬), নিখিল মিস্ত্রি (৩৬) ও লাল্টু দাস (২৫)।
পুলিশ সূত্রে খবর, গত কাল রাতে পেট্রাপোল থানা এলাকায় এই পাঁচ দুষ্কৃতী ঘোরাফেরা করছিল। যা দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের কথায় অসঙ্গতি পেয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্যে পেট্রাপোল এলাকায় জরো হয়েছিল। আজ তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।



















