নিজস্ব সংবাদদাতা ১৮ অক্টোবর ২০২০: পুজোর প্রাকমুহুর্তে ডাকাতির ছক বানচাল করে বড় সাফল্য পেল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রের খবর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে মালদা মানিকচক থানার পুলিশ।
রবিবার কি তোদের মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে তদন্তকারী পুলিশ অফিসাররা।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন,শেখ আতিউল(৩৪) , হাসিনুর রহমান(১৯)।এই দুই জন এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামের বাসিন্দা।অপর ধৃত সিন্টু মন্ডল মথুরাপুর অঞ্চলের কাকরিবাধা এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান, একাউন্ট তাজা কার্তুজ ,একটি বড় হাসুয়া ও একটি ভোজালি।পুলিশ জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যে রামনগর এলাকায় এই তিনজন জড়ো হয়েছিল। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় মানিকচক থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে একটি পুলিশের দল।তারপরই ডাকাতির আগেই তিন জনকে পাকড়াও করে সাফল্য পায় পুলিশ। রবিবার ধৃত তিনজনকে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মানিকচক থানার পুলিশ।