নিজস্ব সংবাদদাতা,দেগঙ্গা,২২শে জুলাই :ডাকাতির ছক ভেস্তে দিল দেগঙ্গা থানার পুলিশ।গোপনসূত্রে পুলিশ জানতে পারে গতকাল গভীর রাতে দেগঙ্গার আমুলিয়ার কলাপোল এলাকায় পৃথিবা রোডের উপর একটি ম্যাক্স গাড়ি নিয়ে ডাকাতির উদ্দেশ্যে দূষ্কৃতিরা মিলিত হয়েছে।দেগঙ্গা থানার পুলিশ গাড়িটি ধাওয়া করলে তিন দূষ্কৃতি ধরা পড়ে বাকিরা পালিয়ে যায়।
পুলিশ গাড়িটি আটক করেছে,ধৃতদের কাছ থেকে একটি ওয়ান সাটার রিভলবার, একটি কার্তুজ, ডাকাতির জন্য ব্যবহৃত শাঁবল সহ অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করেছে।ধৃত তিন দূষ্কৃতির নাম মণিহার মন্ডল,রাজু মন্ডল, আয়ুব আলি মোল্লা ধৃতদের দুইজন বাড়ি বাদুড়িয়া ও দেগঙ্গা থানা এলাকায়।ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হয়েছে।