ডাকাতি করার আগেই পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন।। *উদ্ধার গুলিবর্তী পিস্তল ভোজালি ড্রাইভার গ্যাস কাটার* বসিরহাটের হাড়োয়া থানার খারুবালা গ্রামে ঘটনা।একদল সশস্ত্র দুষ্কৃতী জর হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে। একদিকে এলাকায় আতঙ্ক চুরি ডাকাতি করার চেষ্টা জন্য পরিকল্পনা অন্যদিকে মেছো ঘেরি লুট করার জন্য ফাঁদ পেতেছিল। গোপন সূত্রে খবর যায় হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের কাছে। একদল পুলিশ গিয়ে হাতেনাতে পাকড়াও করে ৩ সশস্ত্র দুষ্কৃতিকে।
তাদের কাছে উদ্ধার হয়েছে একটি গুলিবর্তী পিস্তল ভোজালি লোহার রোড গ্যাস কাটার ডাকাতি করা একাধিক সরঞ্জাম। এই তিন দুষ্কৃতী বাড়ি হাড়োয়ার থানার বক জুড়ি এলাকায়। ,এদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন থানায় এলাকায় পুলিশের খাতায় ডাকাতি ছিনতাই খুন রাহাজানি সহ একাধিক অভিযোগ রয়েছে।এদের সঙ্গে আরো কোন দুষ্কৃতী ছিল কিনা সেটাও তদন্তকারীর একবার দেখে নিতে চাইছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধৃত তিন দুষ্কৃতীকে আজ বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে।
উল্লেখ্য, ডাকাতি করার আগেই পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন।। *উদ্ধার গুলিবর্তী পিস্তল ভোজালি ড্রাইভার গ্যাস কাটার* বসিরহাটের হাড়োয়া থানার খারুবালা গ্রামে ঘটনা।একদল সশস্ত্র দুষ্কৃতী জর হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে। একদিকে এলাকায় আতঙ্ক চুরি ডাকাতি করার চেষ্টা জন্য পরিকল্পনা অন্যদিকে মেছো ঘেরি লুট করার জন্য ফাঁদ পেতেছিল। গোপন সূত্রে খবর যায় হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের কাছে।
একদল পুলিশ গিয়ে হাতেনাতে পাকড়াও করে ৩ সশস্ত্র দুষ্কৃতিকে। তাদের কাছে উদ্ধার হয়েছে একটি গুলিবর্তী পিস্তল ভোজালি লোহার রোড গ্যাস কাটার ডাকাতি করা একাধিক সরঞ্জাম। এই তিন দুষ্কৃতী বাড়ি হাড়োয়ার থানার বক জুড়ি এলাকায়। ,এদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন থানায় এলাকায় পুলিশের খাতায় ডাকাতি ছিনতাই খুন রাহাজানি সহ একাধিক অভিযোগ রয়েছে।এদের সঙ্গে আরো কোন দুষ্কৃতী ছিল কিনা সেটাও তদন্তকারীর একবার দেখে নিতে চাইছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধৃত তিন দুষ্কৃতীকে আজ বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে।