কয়লাকান্ডে মলয় ঘটক কে ইডি ডাকা নিয়ে ফিরাদ হাকিম বলেন ইডি আমাদের সবাইকে ডাকবে, আমরা সবাই যাব। ঘুরে আসব কিছুদিনের জন্য ভেতরে ঢুকিয়ে দিতে পারে। তাতে আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই বন্ধ হবে না। দিলীপ ঘোষরা যেই লিস্ট বানিয়ে দিয়েছে ইডিসিবিআইকে সেই লিস্ট অনুযায়ী ডাকা হচ্ছে বলেন ফিরহাদ হাকিম। দ্রৌপদী মুরমু আদিবাসী রাষ্ট্রপতি হলে কোনো রকম উন্নয়ন হবে না।
ফিরহাদ হাকিম বলেন আমরা এই কথাটা সমর্থন করি রাষ্ট্রপতি হলেও যেই সমাজে তিনি থাকবেন সেই সমাজ থেকে অন্যরকম হওয়া যায় না। বোনের অধিকার থেকে কেড়ে নেওয়া হলো। ঘর থেকে তাড়িয়ে দেয়া হলো। বিদেশি বিজনেসম্যানদের কাছে তাদের জমি দিয়ে দেয়া হলো ঘরছাড়া করে দেয়া হলো তারপর তাদের একজনকে রাষ্ট্রপতি করা হলো এ তো বাচ্চাদের হাতে লেমন জুস দেওয়ার মতো। বলেন ফিরহাদ হাকিম। আমাদের মুখ্যমন্ত্রী যেই প্রার্থীকে সমর্থন করছে অর্থাৎ জস্মন সিনাকে আমরা ভোট দেব।
আরও পড়ুন – দেড় লাখ টাকা ধার নেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক পরিবারের ওপর হামলার অভিযোগ
উল্লেখ্য, কয়লাকান্ডে মলয় ঘটক কে ইডি ডাকা নিয়ে ফিরাদ হাকিম বলেন ইডি আমাদের সবাইকে ডাকবে, আমরা সবাই যাব। ঘুরে আসব কিছুদিনের জন্য ভেতরে ঢুকিয়ে দিতে পারে। তাতে আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই বন্ধ হবে না। দিলীপ ঘোষরা যেই লিস্ট বানিয়ে দিয়েছে ইডিসিবিআইকে সেই লিস্ট অনুযায়ী ডাকা হচ্ছে বলেন ফিরহাদ হাকিম। দ্রৌপদী মুরমু আদিবাসী রাষ্ট্রপতি হলে কোনো রকম উন্নয়ন হবে না।
ফিরহাদ হাকিম বলেন আমরা এই কথাটা সমর্থন করি রাষ্ট্রপতি হলেও যেই সমাজে তিনি থাকবেন সেই সমাজ থেকে অন্যরকম হওয়া যায় না। বোনের অধিকার থেকে কেড়ে নেওয়া হলো। ঘর থেকে তাড়িয়ে দেয়া হলো। বিদেশি বিজনেসম্যানদের কাছে তাদের জমি দিয়ে দেয়া হলো ঘরছাড়া করে দেয়া হলো তারপর তাদের একজনকে রাষ্ট্রপতি করা হলো এ তো বাচ্চাদের হাতে লেমন জুস দেওয়ার মতো। বলেন ফিরহাদ হাকিম। আমাদের মুখ্যমন্ত্রী যেই প্রার্থীকে সমর্থন করছে অর্থাৎ জস্মন সিনাকে আমরা ভোট দেব।