কলকাতা – বিএলও-দের উপর হঠাৎ করে ব্যাপক ডাটা এন্ট্রির কাজ চাপিয়ে দেওয়া, অল্প সময়ে অতিরিক্ত কর্মভার আরোপ, মানসিক ও শারীরিক হেনস্থা এবং শিক্ষা বহির্ভূত ডিউটি দেওয়ার বিরুদ্ধে আজ কলকাতায় সিইও দপ্তর অভিযান, বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল শিক্ষাঅনুরাগী ঐক্যমঞ্চের BLO শাখা।
অভিযোগ, এসআইআর-এর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে কঠোর সময়সীমা আরোপ করে মাঠপর্যায়ের কর্মীদের উপর অযৌক্তিক মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি অন-ডিউটি সংক্রান্ত সুস্পষ্ট সরকারি নোটিশ না দেওয়ার ফলে ব্লক ও বুথস্তরের কর্মীরা বিভ্রান্তির শিকার হচ্ছেন। এই সমস্ত সমস্যার বিরুদ্ধে আজকের বিক্ষোভে অংশ নিয়ে সমাধানের দাবি জানান কর্মীরা।
তাঁদের দাবি, সময়সীমা বৃদ্ধি, পরিষ্কার নির্দেশিকা প্রকাশ এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত কাজের চাপ বন্ধ করা না হলে আন্দোলন আরও তীব্র হবে।




















