হুগলি – রবিবার সন্ধ্যায় হুগলি জেলার ডানকুনির দিল্লি রোড সংলগ্ন একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে গহনা দেখার সুযোগ নিয়ে আচমকা দোকানের মালিকের মাথায় রিভলবারের বাট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন এবং হাত বেধে ধরে কোটি টাকার সোনার গয়না ও টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। দোকানে তখন ডোমজুড় থেকে আসা এক দম্পতি উপস্থিত ছিলেন, যাদের সঙ্গেও লুটপাট হয়।
ডানকুনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ডাকাতির আগে দুষ্কৃতীরা দোকানটির ভালোভাবে নজরদারি করেছিল এবং তারা স্থানীয় নন। দুষ্কৃতীদের মধ্যে দুজন মুখে মাস্ক পরেছিল এবং তারা বাংলা ও হিন্দি ভাষায় কথা বলেছিল।
পুলিশ কমিশনার ও অন্যান্য উচ্চপদস্থ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত তদারকি করছেন। দোকানের মালিক, কর্মচারী, খদ্দের ও নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ডানকুনিতে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল, তাই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
