পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূলে যোগদান অব্যাহত ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়। রবিবার ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের ২৮৪ নম্বর পার্টের প্রায়, দুই শতাধিক বিজেপি ও সি পি আই এম কর্মী শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে অংশগ্রহণ করেন।নেতৃত্বে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মহেশ রায়,তৃণমূল নেতা পিয়ারু মোহাম্মদ, মইনুল হক,আফাজ আলী,বুথ সভাপতি সুভাষ রায়।এদের নেতৃত্বেই এলাকার উন্নয়নের স্বার্থে প্রায় দুইশত বিজেপি ও সি পি এম কর্মী তৃণমূলে যোগদান করেন।
আগামী কয়েকমাস পরেই 2023 এর গ্রাম দখলের লড়াই।
তার আগেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপি র মধ্যে ভাঙ্গন অব্যাহত। গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকাটি হাত ছাড়া হয় শাসকদলের।আর সেই হার থেকেই শিক্ষা নিয়ে জোর কদমে চলছে এলাকা পুনরুদ্ধার এর লড়াই। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্তিত থেকে নবাগত দের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মদক্ষ দেবাশীষ প্রামাণিক,, ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভাপতি সুধা সিংহ চ্যাটার্জী,,মতিন চন্দ্র রায়,অঞ্চল সভাপতি রবিউল করিম,বিপ্লব সিংহ,মোহাম্মদ সেলিম, অন্যান্যরা।।।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূলে যোগদান অব্যাহত ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়।
রবিবার ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের ২৮৪ নম্বর পার্টের প্রায়, দুই শতাধিক বিজেপি ও সি পি আই এম কর্মী শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে অংশগ্রহণ করেন।নেতৃত্বে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মহেশ রায়,তৃণমূল নেতা পিয়ারু মোহাম্মদ, মইনুল হক,আফাজ আলী,বুথ সভাপতি সুভাষ রায়।এদের নেতৃত্বেই এলাকার উন্নয়নের স্বার্থে প্রায় দুইশত বিজেপি ও সি পি এম কর্মী তৃণমূলে যোগদান করেন।
আগামী কয়েকমাস পরেই 2023 এর গ্রাম দখলের লড়াই।
তার আগেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপি র মধ্যে ভাঙ্গন অব্যাহত। গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকাটি হাত ছাড়া হয় শাসকদলের।আর সেই হার থেকেই শিক্ষা নিয়ে জোর কদমে চলছে এলাকা পুনরুদ্ধার এর লড়াই। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্তিত থেকে নবাগত দের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মদক্ষ দেবাশীষ প্রামাণিক,, ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভাপতি সুধা সিংহ চ্যাটার্জী,,মতিন চন্দ্র রায়,অঞ্চল সভাপতি রবিউল করিম,বিপ্লব সিংহ,মোহাম্মদ সেলিম, অন্যান্যরা।।।