ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত যুবক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নেতুড়িয়া থানার সড়বড়ি মোড়ের অদূরে সড়বড়ি থেকে বাঁকুড়া গামি রাজ্য সড়কের ওপর। মৃত যুবকের নাম সমীর বাউরি(৩০)।সে দিনমজুরির কাজ করতো।স্থানীয় সূত্রে জানা যায় সমীর বাউরি একটি চালের দোকানের সামনে লরি থেকে থেকে চাল নামানোর কাজ করছিল সেই সময় একটি ডাম্পার তাঁকে ধাক্কা দিয়ে তার ওপর দিয়ে চলে যায় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পরে মৃত দিনমজুরের দেহ রাস্তায় রেখে বিক্ষোবে সামিল হয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া গামি রাজ্য সড়কের ওপর তৈরি হয় যানজট। ঘটনাস্থলে পৌঁছায় নেতুড়িয়া থানার পুলিশ।এলাকাবাসির দাবি এই রাস্তা দিয়ে পণ্য বোঝায় ডাম্পার অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করার ফলেই দুর্ঘটনা ঘটেছে।
মৃত দিনমজুরের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে চলছে পথ অবরোধ। ডাম্পারটিকে নেতুড়িয়া থানার পুলিশ আটক করেছে।চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনার পরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
উল্লেখ্য, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত যুবক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নেতুড়িয়া থানার সড়বড়ি মোড়ের অদূরে সড়বড়ি থেকে বাঁকুড়া গামি রাজ্য সড়কের ওপর। মৃত যুবকের নাম সমীর বাউরি(৩০)।সে দিনমজুরির কাজ করতো।স্থানীয় সূত্রে জানা যায় সমীর বাউরি একটি চালের দোকানের সামনে লরি থেকে থেকে চাল নামানোর কাজ করছিল সেই সময় একটি ডাম্পার তাঁকে ধাক্কা দিয়ে তার ওপর দিয়ে চলে যায় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
আর ও পড়ুন বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে বিজেপি- তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা
ঘটনার পরে মৃত দিনমজুরের দেহ রাস্তায় রেখে বিক্ষোবে সামিল হয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া গামি রাজ্য সড়কের ওপর তৈরি হয় যানজট। ঘটনাস্থলে পৌঁছায় নেতুড়িয়া থানার পুলিশ।এলাকাবাসির দাবি এই রাস্তা দিয়ে পণ্য বোঝায় ডাম্পার অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করার ফলেই দুর্ঘটনা ঘটেছে।মৃত দিনমজুরের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে চলছে পথ অবরোধ। ডাম্পারটিকে নেতুড়িয়া থানার পুলিশ আটক করেছে।চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনার পরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।