মালদা পুরসভার জঞ্জাল সমস্যা মেটাতে তৈরি হয় নি ডাম্পিং গ্রাউন্ড

মালদা পুরসভার জঞ্জাল সমস্যা মেটাতে তৈরি হয় নি ডাম্পিং গ্রাউন্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ডাম্পিং

ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার জঞ্জাল সমস্যা মেটাতে তৈরি হয় নি ডাম্পিং গ্রাউন্ড।  কয়েক দশক পরেও মালদার ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার জঞ্জাল সমস্যা মেটাতে তৈরি হয় নি ডাম্পিং গ্রাউন্ড । সাধারণ মানুষ পুরসভার উদাসীনতার অভিযোগ তুলেছেন। আর বিরোধীরা বলেছে শাসকদল পরিচালিত পুরসভা পুরোপুরি ব্যর্থ ।

 

যারফলে মালদা শহরের পুরসভা মানুষকে জঞ্জাল সমস্যায় ভুগতে হচ্ছে। রাস্তার যেখানে সেখানে যত্রতত্র পড়ে থাকছে নোংরা আবর্জনার স্তুপ। আর দুপুর গড়াতেই পুরসভার আবর্জনা ফেলার গাড়ি জঞ্জাল তুলে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাইপাস রোডের ধারে মজুত করছে। যেখানে এখন জঞ্জালের পাহাড় তৈরি হয়েছে বলে অভিযোগ। দূষনের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে আশেপাশের এলাকায় । আর এনিয়ে পুরো নাগরিকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

 

যদিও ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীহার ঘোষ ও কার্তিক ঘোষ জানিয়েছেন, ডাম্পিং গ্রাউন্ড প্রকল্পটি কেন্দ্র সরকারের। দুটি পুরসভার জঞ্জাল সমস্যা মেটাতে মালদার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর এলাকায় জায়গা দেখা হয়েছে। সেই জায়গার অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু বেশ কিছু জটিলতার কারণে কাজ শুরু করা যায় নি ।

 

এই ডাম্পিং গ্রাউন্ডের মাধ্যমেই জঞ্জাল থেকেই সার তৈরি করার পরিকল্পনা রয়েছে । কিন্তু নানা জটিলতার কারণে সেই কাজ এতদিন চালু করা যায় নি। সম্প্রতি রাজ্য পুরো ও নগরোন্নয়ন দপ্তর থেকে একটি প্রতিনিধিদল ওই এলাকাটি তদারকি করেছেন। বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই মালদার জঞ্জাল সমস্যা মেটাতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে।

 

উল্লেখ্য, মালদার দুটি পুরসভায় গুরুত্বপূর্ণ কিছু এলাকা রয়েছে। যার মধ্যে ইংরেজবাজারের কে.জ.সান্যাল রোড, স্টেশন রোড, রথবাড়ি, মকদুমপুর, গৌড়রোড। অন্যদিকে পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী, বুলবুলিমোড় , বাচামারি সহ বেশ কিছু এলাকার রাস্তার ধারে হামেশাই জঞ্জালের স্তূপে থাকছে। দুর্গন্ধে পথচারীদের মুখে কাপড় দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আর এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ দানা বেঁধেছে।

 

আর ও পড়ুন    টাকি পৌরসভা দখলের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস

 

দুই পুরসভার এলাকার একাংশ নাগরিকদের বক্তব্য, বাম আমলেও জঞ্জাল সমস্যা মেটাতে ডাম্পিং গ্রাউন্ড তৈরির নানান প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন পুরসভা কর্তৃপক্ষ। কিন্ত তাদের উদাসীনতা সেটি আজও তৈরি হয় নি । বর্তমানে তৃণমূল পরিচালিত পুরসভা কর্তৃপক্ষ ডাম্পিং গ্রাউন্ড নিয়ে উদ্যোগী হয়েছে ঠিকই । কিন্তু সেটি আজও বাস্তবায়িত হয় নি। যেভাবে জাতীয় সড়কের ধারে জঞ্জালের স্তূপে তৈরি হচ্ছে, তাতে আগামীতে দূষণ আরো বেশি করে ছড়াবে।

 

ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক নিহার ঘোষ বলেন, মালদার দুটি পুরসভার জঞ্জাল সমস্যা মেটাতে মহদীপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনা রয়েছে। সেই জায়গাটি অধিগ্রহণ করা হয়েছে । সীমান্তবর্তী বলে বিএসএফের সাথে এতদিন এটি তৈরি করা নিয়ে জটিলতা ছিলো। সম্প্রতি বিএসএফের তরফ থেকেও সবুজসংকেত দেওয়া হয়েছে । খুব শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হয়ে যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top