ডাম্ফারে চাকার সামনে পড়ে গেল বাইক আরোহী, বাইক থাকা স্ত্রী সহ শিশু সন্তানের মৃত্যু

ডাম্ফারে চাকার সামনে পড়ে গেল বাইক আরোহী, বাইক থাকা স্ত্রী সহ শিশু সন্তানের মৃত্যু। কান্দির মহলন্দী সুপার মার্কেট মোড়ে বেলা দশটার সময় বহরমপুর গামী একটা ডাম্ফার চাকার তলায় পড়ে মৃত হল দুজনের। স্থানীয় সূত্রে জানাগেছে খোসবাস পুরের বাসিন্দা সাদের সেখ মটর সাইকেলে করে গাঁতলার দিকে যাচ্ছিল, সেই সময় মহলন্দী মোড়ে সামনে আরও এক‌টি মটর সাইকেলে পিছুনে ঠোকা খেয়ে বাইক আরোহী সাদের সেখের মটর সাইকেল টি ডাম্ফারের চাকার সামনে পড়ে গেলে সঙ্গে সঙ্গে মৃত হয় মটর বাইকে থাকা রাখিমা বিবি (৪১) এবং রাখিমা বিবির চার বছরের মেয়ে নাজরিন সুলতানা।

 

গুরুতর যখম হয় বাইক চালক সাদের সেখ। এলাকার মানুষ ঘাতক লড়িটিকে আটক করে, কান্দি থানার পুলিশকে খবর দেন এবং সঙ্গে সঙ্গে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, মৃত রাখিমা বিবি এবং নাজরিন সুলতানা কে এলাকায় মানুষ এবং পুলিশ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠান। এলাকায় মানুষের দাবি এই রাস্তায় স্পিড বেকারের প্রয়োজন রয়েছে, তাহলে অনেক দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

আরও পড়ুন – সামাজিক বয়কটের অভিযোগের পর মকরামপুরে সরকারি সুবিধা প্রদানের ক্যাম্প পরিদর্শনে জেলাশাসক

উল্লেখ্য, ডাম্ফারে চাকার সামনে পড়ে গেল বাইক আরোহী, বাইক থাকা স্ত্রী সহ শিশু সন্তানের মৃত্যু কান্দির মহলন্দী সুপার মার্কেট মোড়ে বেলা দশটার সময় বহরমপুর গামী একটা ডাম্ফার চাকার তলায় পড়ে মৃত হল দুজনের। স্থানীয় সূত্রে জানাগেছে খোসবাস পুরের বাসিন্দা সাদের সেখ মটর সাইকেলে করে গাঁতলার দিকে যাচ্ছিল, সেই সময় মহলন্দী মোড়ে সামনে আরও এক‌টি মটর সাইকেলে পিছুনে ঠোকা খেয়ে বাইক আরোহী সাদের সেখের মটর সাইকেল টি ডাম্ফারের চাকার সামনে পড়ে গেলে সঙ্গে সঙ্গে মৃত হয় মটর বাইকে থাকা রাখিমা বিবি (৪১) এবং রাখিমা বিবির চার বছরের মেয়ে নাজরিন সুলতানা।

 

গুরুতর যখম হয় বাইক চালক সাদের সেখ। এলাকার মানুষ ঘাতক লড়িটিকে আটক করে, কান্দি থানার পুলিশকে খবর দেন এবং সঙ্গে সঙ্গে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, মৃত রাখিমা বিবি এবং নাজরিন সুলতানা কে এলাকায় মানুষ এবং পুলিশ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠান। এলাকায় মানুষের দাবি এই রাস্তায় স্পিড বেকারের প্রয়োজন রয়েছে, তাহলে অনেক দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।