খেলা – ডায়মন্ড লিগের ফাইনালে আবারও বাজিমাত করলেন ভারতের জ্যাভলিন সেনসেশন নীরজ চোপড়া। ২০২৫ সালের টুর্নামেন্টে সোনা জিততে না পারলেও রূপো জিতে এক নতুন ইতিহাস গড়লেন তিনি। টানা তৃতীয় বছরের জন্য ফাইনালে পোডিয়াম ফিনিশ করে ভারতীয় অ্যাথলেটিক্সে এক অনন্য নজির স্থাপন করলেন নীরজ। এর আগে কোনো ভারতীয় অ্যাথলিট এই সাফল্য অর্জন করতে পারেননি।
২০২৫ সালের ডায়মন্ড লিগের ফাইনালে নীরজের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলিয়ান ওয়েবার এবং কেশোর্ন ওয়ালকট। শুরু থেকেই লড়াই ছিল হাড্ডাহাড্ডি। প্রথম রাউন্ডে ৮৪.৩৫ মিটার জ্যাভলিন থ্রো করে তৃতীয় স্থানে ছিলেন নীরজ। ওয়েবার ৯১.৩৭ মিটার থ্রো করে প্রথম রাউন্ডেই এগিয়ে যান। পরবর্তী তিনবার ফাউল করলেও শেষ রাউন্ডে ৮৫.০১ মিটার থ্রো করে নীরজ রূপো নিশ্চিত করেন।
শুধু এবারের টুর্নামেন্ট নয়, গত কয়েক বছর ধরে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন নীরজ চোপড়া। ২০২১ সাল থেকে তিনি অংশগ্রহণ করা প্রতিটি বড় টুর্নামেন্টেই টানা শীর্ষ দুইয়ের মধ্যে স্থান করে নিচ্ছেন। একবিংশ শতাব্দীতে তিনিই প্রথম ভারতীয় অ্যাথলিট, যিনি টানা ২৬ বার টপ টু’য়ে শেষ করেছেন। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকেই তাঁর এই সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।
এবারের ডায়মন্ড লিগ ফাইনালে রূপো জয়ের মাধ্যমে নীরজ আবারও প্রমাণ করলেন কেন তিনি ভারতের সেরা অ্যাথলিট। তাঁর এই ধারাবাহিকতা ভারতের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
