বাঁকুড়া – ডায়মন্ড হারবার লোকসভার সমস্ত নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ডিসেম্বরের গোড়া থেকেই ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্য শিবির চালু করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ের মতোই দ্বিতীয় পর্যায়ের এই স্বাস্থ্য শিবিরেও শুরু থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিনামূল্যের এই চিকিৎসা পরিষেবাকে ঘিরে সাংসদীয় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই প্রয়াসে উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ। আজ বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ‘সেবাশ্রয় ২’ শিবির পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল তিনটে নাগাদ তিনি রসপুঞ্জ পিকে হাইস্কুল গ্রাউন্ডে আয়োজিত মডেল ক্যাম্প এবং পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে থাকা সেমি মডেল ক্যাম্প পরিদর্শন করবেন।
পরিসংখ্যান বলছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভা এলাকায় ‘সেবাশ্রয় ২’ কর্মসূচিতে এখনও পর্যন্ত ৪৭৯৯ জন মানুষ রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ১৫টি ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ২৭০৭ জনের। পাশাপাশি ২৬৪ জনকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। এই তথ্য ২৮ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী।
আজ বিকেলে সাংসদের ক্যাম্প পরিদর্শনের খবরে শিবিরের সঙ্গে যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেছে। সকলের আশা, এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন এবং ‘সেবাশ্রয় ২’ ডায়মন্ড হারবার এলাকায় মানবিক স্বাস্থ্য পরিষেবার এক দৃষ্টান্ত হয়ে উঠবে।




















