দক্ষিন 24 পরগণা – রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রশংসা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদে অশান্তির মধ্যে, ডায়মন্ড হারবার পুলিশ শান্তি ও সম্প্রীতি রক্ষায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। অভিষেক তাদের “অক্লান্ত পরিশ্রম”কে শ্রদ্ধা জানিয়ে বলেন, “সমগ্র এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”বুধবার এক্স-এ একটি ভিডিও শেয়ার করে অভিষেক হাইলাইট করেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে’র কঠোর অথচ নিয়ন্ত্রিত বার্তা: “প্রতিবাদের অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা হলে খাকি উর্দির শক্তি দেখাব।” এই দৃষ্টিভঙ্গি প্রতিবাদ নিয়ন্ত্রণে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখে। সম্প্রদায়ের সহযোগিতার জন্য অভিষেক স্থানীয়দেরও ধন্যবাদ জানান।
