নিউজ ডেস্ক, ৪ অক্টোবর,২০২০:
আবার ও নক্ষত্রের পতন। চলে গেলেন বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। বলিউড ছবি থেকে শুরু করে একাধিক মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয়ে তাঁকে দেখা গিয়েছিল।
আইটেম ডান্সার হিসেবেও জনপ্রিয়তা পেয়েছিলেন মিষ্টি। পরিবার সূত্রে খবর কিছুদিন ধরেই নাকি কিটো ডায়েট করার ফলে কিডনির সমস্যা দেখা দিয়েছিল তাঁর। অবশেষে কিডনি ফেল করে প্রাণ হারালেন তিনি। ম্যায় কৃষ্ণা হু, মনি কর্নিকা, লাইফ তো লাগি হ্যায়, বেগমজান এর মতো নানা ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। কাজ করেছেন তেলেগু সিনেমাতেও। ব্যাঙ্গালোরে শুক্রবার রাতে মৃত্যু হওয়ার পর পরিবার তরফে শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
