নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২০ শে ডিসেম্বর :মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মুর্শিদাবাদ জেলা কৃষি দপ্তরের উদ্যোগে ডালমিল ও কৃষক বার্ধক্যভাতা প্রদান অনুষ্ঠান হয়ে গেল বহরমপুর এফ ইউ সি ময়দানে।
বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী, জেলা শাসক পি উল্পানাথন, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ শাহানাজ বেগম, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন অনুষ্ঠানে কৃষি মন্ত্রী জানান এদিন জেলার ২১টি সয়ম্ভর গোষ্ঠীর হাতে ডালমিল ও বয়স্ক কৃষকদের হাতে কৃষক বার্ধক্যভাতা তুলে দেওয়া হয়।