বারাসাত শহরের রাস্তার ধারে ডাস্টবিন!

বারাসাত শহরের রাস্তার ধারে ডাস্টবিন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ডাস্টবিন

বারাসাত শহরের রাস্তার ধারে ডাস্টবিন! ডাম্পিং গ্রাউন্ড এর অভাবে সারা বারাসাত শহরের ছবিটা তাই বলছে ।বারাসাত শহরে দীর্ঘদন ধরেই এই ভ্যাট সমস্যা চলছে,আগে বামুনমুড়ো এলাকায় এই শহরের ময়লা ফেলা হত,কিন্তু সেখানকার বসবাসকারী মানুষের দাবি এই ময়লা ফেলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে এবং চাষের ক্ষতি হচ্ছে,সেইমত তারা আন্দোলনে নামে এবং ওই স্থানে ময়লা আবর্জনা অর্থাৎ ভ্যাট ফেলা বন্ধ করে দেয়।

 

তারপর থেকে একাধিক বৈঠক হলেও কোন সুরাহা হয়না।পুরনির্বাচন হয়েছে ফের তৃণমূল বোর্ড গঠন করেছে,নতুন পুরপ্রধান হয়েছেন অশনি মুখার্জি, কিন্তু নতুন করে ফের ভ্যাট সমস্যা তৈরি হয়েছে বারাসাত শহরে। ভ্যাটের গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ রাস্তার পাশ থেকে যাতায়াত করা কার্যত অযোগ্য হয়ে উঠেছে বারাসাত শহরের বিভিন্ন প্রান্ত ।

 

পৌরসভার অস্থায়ী কর্মীরা জানাচ্ছেন নেট সমস্যার কারণে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এভাবেই ময়লা জমে রয়েছে । কখনো কখনো এনে বারাসাত কে এন সি রোড সংলগ্ন বারাসাত থানা, বারাসাত কলেজ ,স্টেডিয়ামের সামনে সমস্ত ময়লার ডাম্পিং করা হচ্ছে । তবে দু তিন দিন বাদে বাদে বিভিন্ন জায়গায় ময়লা তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারপরেও পুরসভার কর্মীদের দাবি এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধানসূত্র মেলেনি ।

 

আর ও পড়ুন       প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ছাদনা তলায় প্রেমিক

 

তবে এ বিষয়ে নিয়ে বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বিনী মুখোপাধ্যায় জানান ,নতুন পুরোবোর্ড হওয়ার পর যে এলাকার মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে তাদের সাথে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে এবং ময়লা ফেলার জন্য একটি ডাম্পিং গ্রাউন্ড এর যারা ইতিমধ্যেই দেখা হয়েছে । শহর থেকে ময়লা নিয়ে গিয়ে সেখানে ফেলার যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । তবে বেশ কিছুদিনের জমা থাকা ময়লা সমস্তটা পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে বলেও তিনি জানিয়েছেন ।

 

তবে বারাসাতের যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সমস্ত বর্জ্য প্রক্রিয়া নিষ্ক্রিয় করার কাজ তা অতি দ্রুততার সাথে শুরু হবে বলেও তিনি এ আশ্বাস দিয়েছেন । আগামী 6 মাসের মধ্যে এই অত্যাধুনিক ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে যাবে বলেও জানান বারাসাত পৌরসভার পৌর প্রধান।

 

তবে এ বিষয়ে নিয়ে শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র তিনি জানান, প্রাক্তন পৌর প্রধান ও বর্তমান পৌর প্রধান দুজনেই ব্যর্থ বারাসাতের ডাম্পিং গ্রাউন্ড সমস্যার সমাধানে । অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে বারাসাত পৌরসভার পৌর প্রধানকে এবং দূষণমুক্ত বারাসাত উপহার দিতে হবে সাধারণ মানুষকে ।

 

তবে বিরোধীদের মতন একইভাবে বারাসাত শহরকে দূষণমুক্ত করে তুলতে সকলকে একসাথে নিয়ে পথ চলার পরামর্শ দিলেন বারাসাত পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুনীল মুখার্জি ।  এ বিষয় নিয়ে শাসক দলকে আক্রমণ করেছেন বারাসাত পৌরসভার সিপিআইএমের পৌর প্রতিনিধি বরুণ ভট্টাচার্য ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top