নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,২৫ শে আগস্ট : দুর্গাপুরের গোপাল মাঠের ফ্লাইওভারের উপর দুই নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুর্গাপুর থানার অন্তর্গত ওয়ারিয়া ফাঁড়ির একজন এস আই এর। মৃত পুলিশকর্মীর নাম তাপস কুমার মাঝি।
স্থানীয় সূত্রে খবর রাত ১১ টা নাগাদ দুই নম্বর জাতীয় সড়কের উপর লোহার রোড বোঝাই একটি ১২ চাকা ট্রাক থেকে কিছু লোহার সামগ্রী রাস্তার উপর পড়েতে পড়তে যাচ্ছিলো, স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ডিউটিরত এস আই ঘটনাস্থলে আসে এবং সেই সামগ্রী রাস্তা থেকে সরানোর সময় একটি বেপরোয় ট্রাক তাকে ধাক্কা মেরে পালায়।
পরে গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত ওই পুলিশকর্মীকে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পুরো ঘটনায় দুই নম্বর জাতীয় সড়কের ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়।