ডিউটি অবস্থায় গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর। ময়নাগুড়িতে পুলিশ কনস্টবলকে গাড়ির ধাক্কা, মাথার উপর দিয়ে গাড়ি চাপা দেওয়ায় ঘটনাস্থলে মৃত্যু পুলিশ কনস্টেবলের। এই নিয়ে চাঞ্চল্য ময়নাগুড়ি জুড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক ৯, ৩০ টা নাগাদ ময়নাগুড়ি রোড এলাকায়। মৃত পুলিশ কনস্টেবলের নাম দুলাল রায়।
সে ময়নাগুড়ি থানার অধীনে কর্মরত ছিল। তার বাড়ি ময়নাগুড়ির সুভাষ নগর এলাকায়, ১৪ নং ওয়ার্ডে। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক , গাড়িটিকে পুলিশ আটক করে, সেই সঙ্গে চালককেও গ্রেফতার করে, পুলিশ । দুর্ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি দমকল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী।
আরও পড়ুন – বিজেপি করায় ব্যবসায়ীদের দোকান বন্ধের হুমকি!
এই এই ঘটনায়় ময়নাগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার মৃত দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়। ময়না তদন্ত শেষে জলপাইগুড়ি পুলিশ লাইনে মৃত দুলাল বাবুকে জেলা পুলিশের তরফ থেকে গার্ড অফ অর্ডার দেওয়া হয়। সেই সঙ্গে মৃতদেহে ফুল স্তবক দিয়ে , শেষ শ্রদ্ধা জানানো হয়।
এই, শোক , অনুষ্ঠানে উপস্থিত ছিল , জেলা পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরবর্তীতে় ময়নাগুড়ি থানায় নিয়ে আসা আসা হয়,সেখানেও মৃত দুলাল রায় কে শেষ , শ্রদ্ধা জানানো হয়, পরে মৃত দুলাল বাবুর দেহ তার ক্লাব নিউ ভারত ক্লাবে নিয়ে যাওয়া হয়, তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় পুষ্প স্তবক দিয়ে। পরে ভিতর দুলাল বাবুর দেহ নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানেও তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে ময়রাগুড়ি মহাশ্মশানের রওনা হয়, এখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তার এক পুত্র এবং এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। ডিউটি অবস্থায়