রাজ্য – আচমকাই জল্পনা ছড়িয়েছে, রাজ্য সরকার শিগগিরই মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর ঘোষণা করতে পারে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে, যা পুজোর আগেই আসতে পারে। এর মধ্যেই শোনা যাচ্ছে, বর্তমানে ১৮% হারে দেওয়া রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে আরও ৫% যোগ হতে পারে।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও ডিএ বৃদ্ধির প্রত্যাশায়। তারা বর্তমানে ৫৫% ডিএ পাচ্ছেন, যা আরও ৩-৪% বাড়তে পারে বলে খবর। অক্টোবরের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই ঘোষণা সম্ভব।
রাজ্য সরকারের তরফে অবশ্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে পুজোর আগে সুখবরের সম্ভাবনায় রাজ্যের লক্ষাধিক কর্মী আশাবাদী। রাজ্যের ডিএ এখন কেন্দ্রের তুলনায় প্রায় ৩৭% কম, আর এই ফারাক কমানোর দাবিতে সরকারি কর্মীরা দীর্ঘদিন আন্দোলন চালাচ্ছেন।
