দিল্লি – বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে নিজেদের লিখিত বক্তব্য জমা দিল রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে। তবে এবার রাজ্যের পক্ষ থেকে আদালতে এমন তথ্য পেশ করা হয়েছে, যা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে।
শুনানির সময় সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, দেশের কোন কোন রাজ্যে ‘ভোক্তা মূল্য সূচক’ বা সিপিআই অনুযায়ী ডিএ প্রদান করা হয় না। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল লিখিত বক্তব্যে জানিয়েছেন, দেশের প্রায় ১০টি রাজ্যে সিপিআই সূচক মেনে মহার্ঘ ভাতা দেওয়া হয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই তথ্য আদালতে জমা দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্যের বক্তব্য জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ২৯শে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারী সরকারি কর্মীদের একাংশের আইনজীবী করুণা নন্দী পাল্টা লিখিত জবাব দেবেন। এরপর আদালত সমস্ত নথি খতিয়ে দেখে চূড়ান্ত রায় ঘোষণা করবে।
প্রথমে মনে করা হচ্ছিল দুর্গাপূজার আগেই রায় ঘোষণা হতে পারে। কিন্তু পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে, পাশাপাশি পুজোর ছুটিও রয়েছে। ফলে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও কোনো নিশ্চিত তারিখ ঘোষণা করেনি আদালত, তবে অনুমান করা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহেই ডিএ মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে।
