ডিজিটাল রেশন ব্যাবস্থা বাতিল করে পূর্বের ন্যায় রেশন দেওয়া হোক, দাবী উঠলো জলপাইগুড়িতে। কারো মিলছেনা আঙুলের ছাপ। কারও মোবাইলে ঢুকছেনা ওটিপি। এমনই নানাবিধ সমস্যায় জর্জরিত রেশন নিতে আসা গ্রাহকেরা বিক্ষোভ দেখিয়ে বন্দ করে দিলো রেশন দোকান। উত্তেজনা প্রশমনে এলো পুলিশ। ঘটনায় ডিজিটাল রেশন ব্যাবস্থা বাতিল করে পূর্বের ন্যায় রেশন দেওয়া হোক। দাবী উঠলো জলপাইগুড়িতে।
ছট পুজোর মুখে রেশন না পেয়ে উত্তেজিত গ্রাহকেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে বন্দ করে দিলো রেশন দোকান। ঘটনায় তুমুল উত্তেজনা জলপাইগুড়ি পৌরসভার ১০ নং ওয়ার্ডের নয়াবস্তি এলাকায়।রোববার সকাল থেকে জলপাইগুড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের রমেন্দ্রনাথ সরকারের রেশন দোকানে রেশন নিতে লাইন দেয় সাধারণ মানুষ।
রেশন দোকান খোলার পরে সার্ভার সমস্যার জেরে ডিলারের মেশিন বিভ্রাট হয়।তিনি রেশন সামগ্রী দিতে না পারায় বলেন মেশিন খারাপ আছে। রেশন দেওয়া যাবেনা। এই কথা শোনার পরেক্ষোভে ফেটে পড়েন রেশন নিতে আসা জনগন। তারা বিক্ষোভ দেখিয়ে রেশন দোকানের শাটার নামিয়ে দেন।
পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে। খবর দেওয়া হয় টেকনিশিয়ানকে। তিনি এসে সার্ভার লিংক করার পর ফের রেশন দেওয়া শুরু হয়।
আর ও পড়ুন ঝালদায় ছটপুজোর ঘাট খতিয়ে দেখলেন প্রাক্তন পৌর প্রশাসক
ঘটনায় রীনা রজক,নিরুপম মিস্ত্রি নামে রেশন গ্রাহকেরা অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে এই রেশন ডিলারের কাছে রেশন নিতে আসলে বলা হয় লিংক নেই। আধার লিংক করে আনুন। এমন সব কথা। ফলে নিজেদের কাজ বাদ দিয়ে বার বার করে রেশন দোকানে আসা অসম্ভব।
তাই তাদের রেশন মার যাচ্ছে। ফলে আজ তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। তাই তারা রেশন দোকান বন্দ করে দিয়েছেন। গ্রাহকেরা আরও বলেন ডিজিটাল ব্যাবস্থা বাতিল করে পূর্বের ন্যায় রেশন দেওয়া হোক। অথবা এর স্থায়ী সমাধান করা হোক। কারন সব কাজ বাদ দিয়ে এক সপ্তাহের রেশন নিতে বারবার দোকানে আসা অসম্ভব।
ঘটনায় রমেন্দ্রনাথ সরকার নামে রেশন ডিলার বলেন সার্ভার সমস্যার জেরে এই বিপত্তি। প্রতিদিন তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজকেও একই সমস্যা হয়েছে। তার দোকান বন্দ করে দিয়েছিল। পরে পুলিশ এসে টেকনিশিয়ানকে খবর দিয়ে আনার পর আজ সমস্যা মিটেছে। আগামীকাল আবার কি হবে কে জানে বলে মন্তব্য করেন তিনি।ঘটনায় খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য এই বিষয়ে তাদের কিছু করার নেই। সরকার যেমন নির্দেশ দেয় তেমন ভাবে রেশন সামগ্রী বন্টন করা হয়।