কলকাতা – মুম্বই পুলিস থেকে ডিএসপি কথা বলছি। আপনি আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত। তাই আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। প্রায় ১ কোটি টাকা তছরুপ করেছেন আপনি। সেই টাকা দিলেই আপনাকে ডিজিটাল মুক্তি দেওয়া হবে।’ — এমন ফোন পেয়ে ভয় পেয়ে যান সার্ভে পার্ক এলাকার বাসিন্দা উৎপলকুমার বিট।প্রতারকদের ১ কোটি টাকা অনলাইনে দিয়েও দেন তিনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানার দ্বারস্থ হন উৎপলবাবু। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। সেই ঘটনায় আগেই দু’জনকে গ্রেপ্তার করেছিলেন গোয়েন্দারা। তাদের জেরা করে এই চক্রে জড়িত তৃতীয় ব্যক্তির সন্ধান পায় পুলিস। তার নাম মহম্মদ জহিনুদ্দিন (৩৪)। খিদিরপুরের বাসিন্দা তিনি। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে আরও এক অভিযুক্তের নাম পেয়েছেন তদন্তকারীরা। তার নাম সুব্রত। ধৃতের মোবাইল বন্ধ রয়েছে। তার জেরে ফেরার অভিযুক্তের অবস্থান ট্র্যাক করতে পারছেন না তদন্তকারীরা। সুব্রতর সন্ধান শুরু করেছে পুলিস।
