ডিজিটাল মিডিয়া ব্যানারের পেছনে অবৈধভাবে কল সেন্টার চালানোর অভিযোগে আটক মালিক সহ একাধিক।ডিজিটাল মিডিয়া ফেসবুক পেজের অফিসের আড়ালে চলছিল রমরমা কল সেন্টারের ব্যবসা। অবৈধ কল সেন্টারের পর্দা ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোয়েন্দা দপ্তরের এসিপি রাজেন ছেত্রী বলেন, ঘটনাস্থল থেকে ২১ জন মহিলা ও ৮ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি কল সেন্টারের মালিক গৌরব সাকসেনাকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কম্পিউটার, রাউটার, একাধিক সিম কার্ড ও বেশ কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।
সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একদিকে চলতো কল সেন্টার অন্যদিকে অপরাধ লুকাতে ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজের ব্যানার। আর এই ডিজিটাল মিডিয়ার ব্যানারের পেছনেই চলত অবৈধ কার্যকলাপ।
জানা গিয়েছে, খবর প্রকাশের নামে একটি ফেসবুক পেজের অফিসের আড়ালে চলছিল অবৈধ কলসেন্টারটি। শিলিগুড়ির সেবক রোডে একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলে দীর্ঘদিন ধরেই এই অবৈধ কল সেন্টার চলছিল।অবৈধ কল সেন্টারের খবর পেয়েই শুক্রবার দুপুরে গোয়েন্দা দফতর এবং এসওজি টিম ওই পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ কল সেন্টারে অভিযান চালায়।প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ওই কল সেন্টারের মালিক ও ২১ জন মহিলা সহ ৮ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা দফতর এবং এসওজি টিম। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন – কর্মী সমর্থকদের নিয়ে হাবড়ার রাউতারায় পাড়ায় বৈঠক সুকান্ত মজুমদারের
উল্লেখ্য, ডিজিটাল মিডিয়া ব্যানারের পেছনে অবৈধভাবে কল সেন্টার চালানোর অভিযোগে আটক মালিক সহ একাধিক।ডিজিটাল মিডিয়া ফেসবুক পেজের অফিসের আড়ালে চলছিল রমরমা কল সেন্টারের ব্যবসা। অবৈধ কল সেন্টারের পর্দা ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোয়েন্দা দপ্তরের এসিপি রাজেন ছেত্রী বলেন, ঘটনাস্থল থেকে ২১ জন মহিলা ও ৮ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি কল সেন্টারের মালিক গৌরব সাকসেনাকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কম্পিউটার, রাউটার, একাধিক সিম কার্ড ও বেশ কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।