বিনোদন – বলিউডের কালজয়ী রোমান্টিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ)-র মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে মিলল এক বিরল সম্মান। প্রথমবারের মতো কোনও ভারতীয় সিনেমার চরিত্রকে লন্ডনের লেস্টার স্কোয়ারে ‘Cinemas in the Square’ ট্রেইলের অংশ হিসেবে স্থাপন করা হল ব্রোঞ্জের মূর্তি হিসেবে। রাজ–সিমরন— অর্থাৎ শাহরুখ খান ও কাজলের সেই আইকনিক ভঙ্গির মূর্তি বসানো হলো ওডিয়ন সিনেমার বাইরে। সেই স্থানেই ছবির গল্পে দু’জনের প্রথম দেখা হয়েছিল।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটি শুধুই রোমান্স নয়— ভারতীয় চলচ্চিত্রে এক নতুন যুগের সূচনা করেছিল DDLJ। দেশে–বিদেশে অসংখ্য রেকর্ড তৈরি করা এই ছবির প্রথম অংশের বড় অংশই লন্ডন শহরে চিত্রায়িত। কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক থেকে শুরু করে হর্সগার্ডস অ্যাভিনিউ— ছবির অসংখ্য দৃশ্যেই লন্ডনের ছাপ অটুট। সেই কারণেই লেস্টার স্কোয়ারকে বেছে নেওয়া হয়েছে DDLJ-কে সম্মান জানাতে।
বৃহস্পতিবার ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করলেন স্বয়ং শাহরুখ খান ও কাজল। লন্ডনের অতি পরিচিত বৃষ্টির মাঝে শাহরুখকে কাজলের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়— ঠিক যেন সিনেমার ফ্রেম থেকে বাস্তবে নেমে আসা মুহূর্ত। দু’জনেই মূর্তির সামনে পোজ দিয়ে এই ঐতিহাসিক সম্মানকে স্মরণীয় করে রাখেন।
এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় কিং খান লিখেছেন তাঁর বিখ্যাত ডায়লগ দিয়ে—
“বড়ে বড়ে দেশ মে, এইসি ছোটে ছোটে বাতে হোতি রেহতি হ্যায়, সেনোরিটা!”
সঙ্গে যোগ করেন—
“DDLJ-এর ৩০ বছর পূর্তি উদযাপনে লেস্টার স্কোয়ারে রাজ–সিমরানের মূর্তি উন্মোচন করতে পেরে আমি রোমাঞ্চিত। ডিডিএলজে প্রথম ভারতীয় ছবি যা স্কোয়ার ট্রেইলে একটি মূর্তি দিয়ে সম্মানিত হয়েছে— এটি আমার কাছে বিশাল গর্বের। লন্ডনে এলে রাজ–সিমরানের সঙ্গে স্মৃতি গড়ে তুলতে ভুলবেন না।”
বলিউড প্রেমীদের কাছে এটি শুধু একটি মূর্তি নয়— সময়ের গণ্ডি পেরিয়ে এক অমর প্রেমের প্রতীক।




















