দক্ষিন 24 পরগণা – শহরে ফের গতির বলি ১। গার্ডেনরিচ উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে আরও ৫জন।সূত্রের খবর, বন্ধুর হন্ডা সিটি নিয়ে রাতের শহরে বেড়িয়েছিল ৬ কিশোর। স্টিয়ারিংয়ে ছিল এক নাবালক। রাতের শহরকে ঘুরে দেখতে প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিল বলে জানা গিয়েছে।গার্ডেনরিচ উড়ালপুলের ওপর দিয়ে প্রচণ্ড গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি।তারপরেই গাড়িটি একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই বেশি ছিল, যে ধাক্কার আকষ্মিকতায় গাড়িটি উল্টে যায়। এখানেই শেষ নয়, গাড়িটি বেশ কয়েকবার ডিগবাজি খায়। চালকের পাশের আসনে ছিল এক বছর ১৬-র কিশোর। গাড়ি থেকে ছিটকে সে জালনা দিয়ে বাইরে বেড়িয়ে যায় বলে জানা গিয়েছে।
স্থানীয়রা জোরে কিছুর শব্দ পেয়ে ছুটে আসে। তাঁরা এসে দেখেন গাড়িটি উল্টে রয়েছে। গাড়ির পাশের রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক কিশোর। গাড়ির ভিতরে ৫ কিশোরেরও চোট লেগেছে। তাঁরাই দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ১জনকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। বাকিরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালেই ভর্তি রয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। মৃতের নাম শুভম দাস। গার্ডেনরিচ এলাকার পাহাড়পুরের বাসিন্দা সে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরাই জখম ও মৃত কিশোরদের বাড়ির লোকদের জানিয়েছে। বন্দর এলাকায় রাতে গাড়ি নিয়ে তারা কীভাবে বের হল, পাশাপাশি নাবালক হওয়া সত্ত্বেও কীভাবে গাড়ি নিয়ে তারা বেরিয়েছে তা জনাতে তদন্ত শুরু করেছে পুলিশ।
