ডিভিসির জলছাড়ায় আশঙ্কা, প্রস্তুত রাজ্য প্রশাসন

ডিভিসির জলছাড়ায় আশঙ্কা, প্রস্তুত রাজ্য প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – উৎসবের মরশুম শেষ না হতেই বাংলায় নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসির অনিয়ন্ত্রিত জলছাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রের এই পদক্ষেপ রাজ্যকে ‘ম্যান মেড ডিজাস্টার’-এর দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যেই শীতের শুরুর আগে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন তৎপর হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মুখ্যসচিব মনোজ পন্থ নবান্ন থেকে রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা, নদীগুলির জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠানো এবং পরিস্থিতি জটিল হলে তাৎক্ষণিকভাবে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ ও আশপাশের জেলাগুলির নদীগুলির ওপর। পাশাপাশি ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও চালানো হচ্ছে, যাতে আরও জল ছেড়ে পরিস্থিতি জটিল না করা হয়। কেন রাজ্যকে আগাম না জানিয়ে এত বিপুল জল ছাড়া হল, তারও ব্যাখ্যা চেয়ে ডিভিসিকে চিঠি পাঠিয়েছে প্রশাসন।

এদিকে জেলা প্রশাসন ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এবং আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জলবাহিত রোগের সম্ভাবনা মাথায় রেখে স্বাস্থ্য দফতরকেও বিশেষ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের বৃষ্টিপাত এবং ডিভিসির জলছাড়ার নিয়ন্ত্রণই ঠিক করে দেবে পরিস্থিতি কোন দিকে গড়াবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top