ডিভিসি বনাম তৃণমূল: পাঞ্চেত অফিস ঘেরাও অভিযানের ডাক, বন্যার চাপ বাড়ছে

ডিভিসি বনাম তৃণমূল: পাঞ্চেত অফিস ঘেরাও অভিযানের ডাক, বন্যার চাপ বাড়ছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যের ত্রাণ ও ডিভিসি টানাপোড়েনের অবস্থা দিন দিন চরম আকার ধারণ করছে। লাগাতার নিম্নচাপ ও বৃষ্টির মধ্যে জল ছাড়া নিয়ে রাজ্য ও ডিভিসির মধ্যে উত্তেজনা বাড়ছে। সেই জল চাপের কারণে বন্যার পরিস্থিতি রাজ্যের বড় অংশে ফের তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ঘাটাল থেকে খানাকুল-আরামবাগ পর্যন্ত এলাকার পরিস্থিতি খারাপ। এই পরিস্থিতির প্রেক্ষিতে মাইথনের পর এবার পাঞ্চেতে ডিভিসির অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল। শুক্রবার ঘেরাও অভিযান এবং গণডেপুটেশনের মাধ্যমে ডিভিসির প্রতি দাবি জানানো হবে।

এর আগেও একই ধরনের কর্মসূচি দেখা গিয়েছিল। মঙ্গলবার ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল মাইথনের ডিভিসি অফিস ঘেরাও করেছিল, যেখানে আসানসোলের তৃণমূল নেতারা নেতৃত্ব দিয়েছিলেন। পশ্চিম বর্ধমানের তৃণমূল বিধায়ক ও কাউন্সিলররাও সেখানে উপস্থিত ছিলেন। প্রায় একশোর বেশি SBSTC বাস ডিপো থেকে তুলে আনা হয় এবং ৫ থেকে ৬ হাজার মানুষকে কর্মসূচিতে আনা হয়। মাইথনের অফিস ঘেরাও অভিযানে মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক নরেন চক্রবর্তী ও তাপস বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এবার একই পদ্ধতিতে পাঞ্চেতের ডিভিসি অফিসে অভিযান হতে চলেছে। পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার তৃণমূল কর্মীরা নেতৃত্ব দেবেন, যেখানে মন্ত্রী মলয় ঘটক থাকবেন। এদিকে, বৃহস্পতিবারও মাইথন ও পাঞ্চেত থেকে যথাক্রমে ৯ হাজার কিউসেক ও ৬ হাজার কিউসেক হারে মোট ১৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top