নোবেলকে ডিভোর্স লেটার পাঠালেন তাঁর স্ত্রী

নোবেলকে ডিভোর্স লেটার পাঠালেন তাঁর স্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পাঠালেন

নোবেলকে ডিভোর্স লেটার পাঠালেন তাঁর স্ত্রী । বাংলাদেশের জনপ্রিয় এবং  বিতর্কিত গায়ক  মঈনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার  পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। জানা গিয়েছে,  গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় এই ডিভোর্স লেটার  পাঠানো হয়েছে।

 

নোবেলার স্ত্রী সালসাবিল বলেন,  ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে আমি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। ’ এছাড়াও সামাজিক মাধ্যম ফেসবুক পেজে নোবেল তার বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে এক স্ট্যাটাসে লেখেন, ‘ডিভোর্স’।

 

আরও পড়ুন    ত্রিপুরায় রাজ্য স্টিয়ারিং কমিটি গঠন করল তৃণমূল 

 

উল্লেখ্য,   ২০১৯ সালে কলকাতার  জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন  নোবেল। একই বছরের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন তিনি।

 

উল্লেখ্য, বাংলাদেশের জনপ্রিয় এবং  বিতর্কিত গায়ক  মঈনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার  পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। জানা গিয়েছে,  গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় এই ডিভোর্স লেটার  পাঠানো হয়েছে।  নোবেলার স্ত্রী সালসাবিল বলেন,  ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে আমি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। ’

 

 

View this post on Instagram

 

A post shared by Noble Man (@noblemanofficialbd)

 

এছাড়াও সামাজিক মাধ্যম ফেসবুক পেজে নোবেল তার বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে এক স্ট্যাটাসে লেখেন, ‘ডিভোর্স’। উল্লেখ্য,   ২০১৯ সালে কলকাতার  জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন  নোবেল। একই বছরের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন তিনি।

 

জানা গিয়েছে, নোবেলকে ডিভোর্স লেটার পাঠালেন তাঁর স্ত্রী । বাংলাদেশের জনপ্রিয় এবং  বিতর্কিত গায়ক  মঈনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার  পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। জানা গিয়েছে,  গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় এই ডিভোর্স লেটার  পাঠানো হয়েছে।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top