বিনোদন – টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত ফের শিরোনামে। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি—প্রায়শই আলোচনায় আসেন তাঁরা। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। কিছুদিন আগে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করায় গুঞ্জন আরও জোরদার হয়। এমনকি খবর ছড়ায়, আলাদা থাকছেন তাঁরা।
এই সব গুঞ্জনের মাঝেই নুসরত সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “মানুষকে গল্প বানাতে থাকুক, ততক্ষণ আমরা আমাদের মতো করে বাঁচতে থাকি।” নেতিবাচক মন্তব্য এড়াতে পোস্টের কমেন্ট অপশন বন্ধ রাখেন তিনি। ফলে স্পষ্ট, বিচ্ছেদ ও অশান্তির জল্পনা থামাতেই এই পোস্ট।
তবে গুঞ্জন থামছে না। কেউ কেউ মনে করছেন, বিষয়টি কেবল ‘পাবলিসিটি স্টান্ট’। আবার অনেকের মতে, যশের প্রাক্তনকে ঘিরেই নাকি অশান্তির সূত্রপাত। স্টুডিওপাড়ার দাবি, গত ডিসেম্বর থেকেই নাকি আলাদা থাকছেন যশ-নুসরত। যশ থাকছেন পুরনো আবাসনে, নুসরত পাম এভিনিউয়ের ফ্ল্যাটে। এমনকি ছুটি কাটাতেও দুজন গিয়েছেন আলাদা জায়গায়।
যশ অবশ্য সব জল্পনাকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, “সবটাই গুজব।” নুসরতও সাম্প্রতিক সাক্ষাৎকারে একই দাবি করেছেন। তবে ইঙ্গিতপূর্ণ পোস্ট ও আনফলো-ঘটনা ঘিরে রহস্য এখনও কাটেনি।
