নিজস্ব সংবাদদাতা,উত্তর চব্বিশ পরগনা ,২ রা আগস্ট :ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স এসোসিয়েশন পক্ষ থেকে ১১৪৭ ডিলারদের উপর জুলুম বাজির প্রতিবাদে গন পদত্যাগ উত্তর চব্বিশ পরগনা খাদ্য দপ্তরের।
ডিলার দের সাত দফা দাবিতে বারাসাত খাদ্য দপ্তরে গন পদত্যাগে অংশগ্রহণ করে ১১৪৭ জন ডিলার তাদের সাত দফা দাবিগুলি
১৷▪ বিগত তিন বছর এর ডিলারদের কমিশন বাবদ বকেয়া প্রতি কুয়ন্টাল ১৬ টাকা অবিলম্বে ফেরত দিতে হবে
২৷ ▪কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত তিন কেজি হারে গম কে আটায় পরিণত করে ৫-১০% কোথাও কোথাও ১৫% হারে কম আটা সরবরাহ হয়েছে অবিলম্বে এই কম আটা রাজ্যেবাসীকে ফেরত দিতে হবে
৩ ৷▪ সরকারি প্রকল্পকে বেসরকারি হাতে তুলে দিয়ে ই পাস এর চুক্তি নামা সর্বসমক্ষে প্রকাশ করতে হবে
৪ ৷▪ রেশন ডিলারদের বহুদিনের দাবি দাওয়ার পরিপ্রেখিতে অবিলম্বে হাণ্ডলিং লস প্রদান করতে হবে
৫ ৷▪ আটার পরিবর্তে অবিলম্বে গম ফিরিয়ে আনতে হবে
৬ ৷▪ বর্তমান দ্রব্যমূল্যের বাজারে টিকে থাকা ও সচ্ছ গণবণ্টন ব্যবস্থার স্বার্থে অবিলম্বে কুইন্টাল প্রতি ২৫০ টাকা কমিশন বৃদ্ধি ও ৩০০০০ টাকা মাসিক আয় সুনিশ্চিত করন করতে হবে
৭৷▪ অবিলম্বে প্রশাসনিক ব্যর্থতার দায় সাধারণ রেশন ডিলারদের উপর চাপিয়ে দিয়ে জুলুমবাজি বন্ধ করতে হবে । না হলে গন ইস্তফা দিতে আমরা বাধ্য থাকিব