মুম্বইঃ মহিলা ভক্তদের স্বপ্নভঙ্গ করে দীর্ঘদিনের গার্লফ্রেন্ড নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ান৷ অনেকদিন ধরেই বি-টাউনে দু’জনের বিয়ের খবর নিয়ে কানাঘুষো চলছিল৷ তবে সেই খবর বারবার গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা৷
বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে নাতাশা ও বরুণের বিয়ের মাস ফাইনাল হয়ে গিয়েছে৷ শোনা যাচ্ছে ডিসেম্বরেই চার হাত এক হবে দু’জনের৷ বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীর বিদেশের মাটিতে সাত পাকে বাঁধা পড়েন৷ তবে বরুণ-নাতাশার ইচ্ছে, শৈকত শহর গোয়াতে হোক তাদের বিয়ের আসর৷
ডিসেম্বরেই প্রেমিকা নাতাশাকে বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান
ডিসেম্বরেই প্রেমিকা নাতাশাকে বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram