ডিসেম্বরে দক্ষিণ দিনাজপুরে সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী ও তৃনমূলের সায়নী ঘোষ

ডিসেম্বরে দক্ষিণ দিনাজপুরে সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী ও তৃনমূলের সায়নী ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ডিসেম্বরে দক্ষিণ দিনাজপুরে সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী ও তৃনমূলের সায়নী ঘোষ। শীতের মরশুমে দক্ষিণ দিনাজপুরে রাজনীতির উত্তাপের পারদ চড়ছে চড়চড়িয়ে। ডিসেম্বরেই দক্ষিণ দিনাজপুরে সভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য নেত্রী সায়নী ঘোষ।

 

জানা গিয়েছে, আগামী ২৭শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরে সভা রয়েছে বিরোধী দল নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-এর। এবং অপরদিকে আগামী ২৮শে ও ২৯শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরে সভা রয়েছে সায়নী ঘোষ-এর। উত্তরবঙ্গের জোনের বিজেপির কনভেনার দীপক বর্মন শুক্রবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী-র সভার কথা জানান।

 

এদিনের এই সাংবাদিক বৈঠকে দীপক বর্মন অভিযোগ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে সভা করতে গেলেই প্রথমে পুলিশ প্রশাসন এবং পরবর্তীতে ভাড়া করা গুন্ডা বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছে। উদাহরণ হিসাবে তিনি ডায়মন্ড হারবারে ও হাজরায় সভার প্রসঙ্গের অবতারণা করেন। যদিও এদিন তিনি আশা প্রকাশ করে বলেন সমস্ত নিয়ম মেনেই সভা করব। আশা করছি পুলিশ এখানে সভা করার অনুমতি দিবে, বালুরঘাট শহরে সভা করার অনুমতি না দেওয়ার কারন নেই। আমরা সভা করার জন্য আবেদন করব। এদিন সাংবাদিক বৈঠকের পূর্বে বিজেপির নেতৃত্বদের নিয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয় বিজেপির জেলা কার্যালয়ে।

 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল কেমন হবে এই প্রশ্নের উত্তরে দীপক বর্মন বলেন শুধু উত্তরবঙ্গে নয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রতিটি আসনে আমরা প্রার্থী দিব এবং শুধু প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী দেব না – জেতার জন্য প্রার্থী দেব, এবং এর সিংহভাগ আসন ভারতীয় জনতা পার্টি নিজের সাংগঠনিক ক্ষমতা বলে জিতবে। উত্তরবঙ্গ বিভাজন বিষয়ে বিজেপির অবস্থান জানতে এদিন দীপক বর্মন-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরবঙ্গ বঞ্চনার কথা স্বীকার করে এবং উত্তরবঙ্গের উন্নয়ন প্রয়োজন এটা স্বীকার করে।

আরও পড়ুন – কুলিকের ছবিতে সাজবে রায়গঞ্জ রেলস্টেশন

কিন্তু উত্তরবঙ্গের বিভাজন নিয়ে তাদের আলাদা কোন চিন্তাভাবনা নেই। সেই সাথে এবিষয়ে অকারণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে এদিন তিনি অভিযোগ তোলেন। অপরদিকে উল্লেখ যে ২১শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ-এর সভা করার কথা থাকলেও সায়নী ঘোষ-এর সভার দিন পরিবর্তিত হয়ে আগামী ২৮শে এবং ২৯শে ডিসেম্বর করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, ঘোষিত দলীয় কমিটি গঠন বিষয়ে পর্যালোচনা এবং সায়নী ঘোষ-এর সভা নিয়ে আলোচনা করার জন্য শুক্রবার বালুরঘাটে বৈঠক করে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বও।

 

সায়নী ঘোষ-এর সভার দিন পরিবর্তন কি শুভেন্দু অধিকারী-র সভার পাল্টা সভার প্রস্তুতি এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার-কে এই প্রশ্ন করা হলে পাল্টা সভার তত্ব কার্যত উড়িয়ে দিয়ে বলেন আগামী ২১শে ডিসেম্বর অন্য জায়গাতে সায়নী ঘোষ-এর সভা থাকায় সভার দিন পরিবর্তন করা হয়েছে। উল্টো দিকে বিজেপির পক্ষ থেকেও সায়নী ঘোষ-এর পাল্টা সভার তত্ব উড়িয়ে দীপক বর্মন বলেন পালটা সভা নয়, ভারতীয় জনতা পার্টি মাটিতে দাঁড়িয়ে – মাঠে নেমে রাজনীতিটা করে। সব মিলিয়ে শীতের মরশুমে দুই হেভিওয়েটের দুই সভার প্রাক্কালে রাজনীতির উত্তাপের পারদ চড়ছে চড়চড়িয়ে দক্ষিণ দিনাজপুরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top