ডিসেম্বরে ফের ভারত সফরে লিওনেল মেসি, সল্টলেক স্টেডিয়ামে জমজমাট অনুষ্ঠান

ডিসেম্বরে ফের ভারত সফরে লিওনেল মেসি, সল্টলেক স্টেডিয়ামে জমজমাট অনুষ্ঠান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর! আর্জেন্টাইন ফুটবল মহাতারকা ও বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি চলতি বছরের ডিসেম্বরে আবারও ভারত সফরে আসছেন। তাঁর দ্বিতীয় এই সফরকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর দেশের তিনটি শহরে — কলকাতা, মুম্বাই ও দিল্লি — একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন মেসি।

প্রথমে শোনা গিয়েছিল, কলকাতার ইডেন গার্ডেন্সে মেসিকে নিয়ে বড় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল এবং সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছিল। তবে শেষ মুহূর্তে সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। এবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সল্টলেক স্টেডিয়ামে, যেখানে ২০১১ সালের ২ সেপ্টেম্বর মেসি আর্জেন্টিনার জার্সিতে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন।

তবে এবারের সফরে কোনো ম্যাচ খেলবেন না মেসি। বরং তিনি অংশ নেবেন শিশুদের নিয়ে আয়োজিত একটি বিশেষ ফুটবল ক্লিনিকে। এছাড়াও সেলিব্রিটিদের নিয়ে একটি প্রীতি ম্যাচেরও আয়োজনের পরিকল্পনা রয়েছে। মেসির সফরকে আরও বিশেষ করে তুলতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত বিশেষ উপহার দেওয়ার সম্ভাবনা রয়েছে।

মেসিকে সরাসরি দেখতে হলে কত খরচ হবে, তা নিয়েও আগ্রহ তুঙ্গে। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, এই অনুষ্ঠানের সর্বনিম্ন টিকিটের মূল্য হতে পারে ৩৮০০ টাকা। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা চরমে, এবং আশা করা হচ্ছে এই সফরও ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে উঠবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top