২৮শে জুন ,২০২১: প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন౼ ডিআরডিও) আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ওডিশার বালেশ্বর উপকূলে ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে অত্যাধুনিক নিউক্লিয়াস ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র অগ্নি পি উৎক্ষেপণ করেছে। পূর্ব উপকূলের বিভিন্ন টেলিমেট্রি ও র্যাডার স্টেশন থেকে এই উৎক্ষেপণের বিষয়ে নজরদারী চালানো হয়। নিখুঁত ভাবে এই ক্ষেপনাস্ত্র অভীষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
DRDO successfully test fires Enhanced Pinaka Rocket https://t.co/JyTwd25d61 pic.twitter.com/oU4fBgOSsh
— DRDO (@DRDO_India) June 25, 2021
অগ্নি ক্ষেপনাস্ত্রর নতুন অত্যাধুনিক সংস্করণ অগ্নি পি। ক্যানিস্টারাইড এই ক্ষেপনাস্ত্রর পাল্লা ১হাজার থেকে ২ হাজার কিলোমিটার।